IND vs WI U19 World Cup | শুরু হতে চলেছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ, কিভাবে দেখবেন ভারতের খেলা?

শনিবার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে। রবিবার টুর্নামেন্টে প্রথম ম্যাচ ভারতের।
১৯ জানুয়ারি, রবিবার কুয়ালা লামপুরের বেউমাস ওভালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা অনূর্ধ্ব১৯ টি২০ বিশ্বকাপের ম্যাচটা খেলা হবে। ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টায় খেলা শুরু হবে। ম্যাচটি দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। অনূর্ধ্ব উনিশে ভারতের স্কোয়াড: নিকি প্রসাদ (ক্যাপ্টেন), সনিকা চালকে, গঙ্গাদি তৃষা, কমলিনী জি, ভাবিকা আহিরে, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, যোশিতা ভিজে, সোনম যাদব, পারুনিকা সিসোদিয়া, কেশরী দৃথি, আয়ুশি শুক্লা, আনন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণবী এস।