Women’s T20 World Cup | বাংলাদেশে হবে না মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ! ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে বেছে নিলো আইসিসি
Wednesday, August 21 2024, 11:45 am

বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জেরে সেখান থেকে সরে গেল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জেরে সেখান থেকে সরে গেল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জল্পনা মতোই নতুন ভেন্যু হিসেবে আইসিসি বেছে নিল সংযুক্ত আরব আমিরশাহিকে। দুবাই এবং শারজায় আগামী ৩-২০ অক্টোবর বসবে বিশ্বকাপের আসর। বাংলাদেশে আন্দোলনের সময় থেকেই বিশ্বকাপের ভেন্যু বদলের সম্ভাবনা তৈরি হয়। এদিকে বাংলাদেশ বোর্ড দেশের সেনাবাহিনীর সাহায্য নিয়ে বিশ্বকাপ আয়োজনের মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু আইসিসি কোনও ঝুঁকি নেয়নি। অদূর ভবিষ্যতে বাংলাদেশকে কোনও আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হতে পারে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ
- বাংলাদেশ
- আইসিসি