Women's Reservation | ২০২৯ সালের নির্বাচন থেকেই কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ বিল!

সব ঠিক থাকলে ২০২৯ সালের নির্বাচন থেকেই কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ বিল।
সব ঠিক থাকলে ২০২৯ সালের নির্বাচন থেকেই কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ বিল। সূত্রের খবর, ২০২৯ এর নির্বাচন থেকে মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর হবে। সে বছরের লোকসভা ভোট এবং ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা,ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে প্রথম কার্যকর হবে মহিলাদের জন্য আসন সংরক্ষণ। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি মহিলা সংরক্ষণ বিল পাশ করানো হয়েছিল। কিন্তু সেবার লোকসভায় ওই বিল কার্যকর করা হয়নি।