Women's Cricket World Cup | নভেম্বরে ভারত কন্যেদের শাপমোচন, প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি-শেফালিরা
Key Highlights২০১৭সালে মিতালি রাজ এবং ২০২৩ এর নভেম্বরে রোহিত শর্মার স্বপ্নভঙ্গ, ভারতীয় পুরুষ ও মহিলা দল দুইই ফাইনালে হারার যন্ত্রণা চেনেন। এবার সেই যন্ত্রনাটাকে সেলিব্রেশনে বদলে দিলো ‘উইমেন ইন ব্লু’।
২০১৭সালে মিতালি রাজ এবং ২০২৩ এর নভেম্বরে রোহিত শর্মার স্বপ্নভঙ্গ, ভারতীয় পুরুষ ও মহিলা দুই দলই ফাইনালে হারার যন্ত্রণা চেনেন। এবার সেই যন্ত্রনাটাকে সেলিব্রেশনে বদলে দিলো ‘উইমেন ইন ব্লু’। ৫২ রানে জিতে বিশ্বজয় করলো হরমনপ্রীত কৌররা। যেদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট। বৃষ্টি ভেজা মাঠে ১৮ ওভারের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ গড়ে স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। তবে শেষরক্ষা হয়নি। ক্লোয়ি ট্রায়নের বলে ক্রিজে ফেরেন স্মৃতি (৪৫)। যদিও ৭৮ বল অবধি টিকে ছিলেন শেফালী। আর তিনি টিকে থাকলে যে কী বিধ্বংসী খেলা হয় দেখিয়ে দিলেন ‘হরিয়ানা কি ছোড়ি’। ফাইনালের স্কোরবোর্ডে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৭৮ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। চোটের জন্যে সেঞ্চুরির আশা ছাড়তে হয় তাঁকে। যদিও রান পাননি সেমিফাইনাল তারকা জেমাইমা রডরিগেজ (২৪), অধিনায়ক হরমনপ্রীত (২০)। তবে বাংলার মেয়ে রিচা ঘোষ ক্রিজে নামতেই রান রেট বাড়লো। ২৪ বলে করলেন ৩৪ রান। অনবদ্য হাফসেঞ্চুরি দীপ্তিরও। সব মিলিয়ে ভারত থামল ২৯৮ রানে। পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ত্রাতা অধিনায়ক লরা উলফার্ট। নিজের দলের ক্রিকেটাররা যখন বোল্ড হয়ে ফিরে যাচ্ছে তখন ক্রিজে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় সেঞ্চুরি তুললেন লরা। অবশ্য ১০১ করেই আউট হলেন। দীপ্তি শর্মা এর আগে ডের্কসেনকে (৩৫) ফিরিয়েছেন। ব্যাটে বলে হাফসেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৫ উইকেটও তুললেন। ম্যাচে রুদ্ধশ্বাস মোড়, দুর্দান্ত ক্যাচ নিলেন আমনজোৎ কৌর। এরপর বিজয়ী ক্যাচ ক্যাপ্টেন হারমানপ্রীতের হাতে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে মেয়েদের ওডিআই বিশ্বকাপ (ICC women’s world cup) বিশ্বচ্যাম্পিয়ন হলো হরমানপ্রীত, স্মৃতিরা।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- মুম্বাই
- ভারত
- দক্ষিণ আফ্রিকা
- টি ২০ ওয়ার্ল্ড কাপ
- টি২০
- ওডিআই বিশ্বকাপ
- হরমনপ্রীত কউর
- স্মৃতি মান্ধানা
- শেফালি ভার্মা
- বিশ্ব চ্যাম্পিয়ন

