নারী দিবসে মহিলাদের বিশেষ অফার, গৃহঋণে অতিরিক্ত ছাড় স্টেট ব্যাঙ্কের
Monday, March 8 2021, 10:07 am
 Key Highlights
Key Highlights৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আর এই বিশেষ দিনে মহিলাদের জন্য বিশেষ অফার নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গৃহঋণের সুদের ক্ষেত্রে মহিলাদের জন্য আরও ছাড়ের ঘোষণা করল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। একটি ট্যুইট করে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, নারী দিবসকে বিশেষ করতে আজকের দিন আমরা মহিলাদের ৫ বেসিস পয়েন্টের অতিরিক্ত বিশেষ ছাড় দিচ্ছি। সুদের হার শুরু হচ্ছে ৬.৭০ শতাংশ থেকে। গত ১ মার্চ, গৃহঋণের সুদের হারে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছিল। ওই বিশেষ সুযোগের শেষ তারিখ ৩১ মার্চ।
-  Related topics - 
- অর্থনৈতিক
- এসবিআই
- আন্তর্জাতিক মহিলা দিবস
- গৃহঋণ

 
 