Key Highlightsআড়াই বছরের সন্তানকে নিয়ে লখনউতে থাকেন স্ত্রী এবং স্বামী কর্মসূত্রে সুরাটে থাকেন। বেশকিছুদিন ধরে হঠাৎই স্ত্রী তাঁর স্বামীর সাথে সুরাটে থাকার জন্য আবদার করেন। কিন্তু স্বামী তা মানতে নারাজ। সন্তানের সাথে থাকতে নির্দেশ দেন স্ত্রীকে। এই মান-অভিমানে সিঁদুর খেয়ে সেই স্ত্রী আত্মঘাতী হন। পুলিশ সূত্রে খবর, সিঁদুরে থাকা পারদের থেকে শরীরে বিষক্রিয়ার ফলে এই মৃত্যু ঘটেছে। এই ঘটনায় অবাক হয়েছেন অনেকেই।
- Related topics -
- উত্তরপ্রদেশ
- সিঁদুর
- আত্মহত্যা
- স্বামী-স্ত্রী

