Bidhannagar | রেললাইন ধরে হাঁটার সময় চলে আসে ট্রেন, প্রাণে বাঁচতে পাশের লাইনে ঝাঁপ দিতে গিয়ে মৃত্যু মহিলার!
Friday, March 21 2025, 7:09 am
Key Highlightsরেল লাইন ধরে পারাপার করতে গিয়ে রেলব্রিজের ফাঁক গলে মৃত্যু হল মহিলার।
বিধাননগর স্টেশনের কাছে মর্মান্তিক দুর্ঘটনা! রেল লাইন ধরে পারাপার করতে গিয়ে রেলব্রিজের ফাঁক গলে মৃত্যু হল মহিলার। শুক্রবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে লেকটাউন দক্ষিণদাঁড়ির কাছে। রেললাইন ধরে হেঁটে একদিক থেকে অন্যদিকে যাচ্ছিলেন বছর আটত্রিশের ওই মহিলা। হঠাৎ পিছন থেকে শুনতে পান ট্রেনের হর্ন। ভয় পেয়ে তাড়াতাড়ি করে প্রাণে বাঁচতে ঝাঁপ দেন পাশের লাইনে। কিন্তু, ব্রিজের ফাঁক গলে নীচে পড়ে যান তিনি। রেল ব্রিজের লোহার পিলারে লেগে তাঁর মাথা ফেটে যায়।
- Related topics -
- শহর কলকাতা
- ট্রেন
- বিধাননগর
- মৃত্যু

