আন্তর্জাতিকঅ্যামাজনের বিরুদ্ধে দায়ের মামলা! বারবার বাথরুমে যাওয়ার জেরে মহিলা কর্মীকে বরখাস্ত করল সংস্থা
সকলেই জানে অ্যামাজন বরাবরই কর্মক্ষেত্রে কঠোরভাবে নিয়ম প্রয়োগ করার জন্য সর্বক্ষেত্রে পরিচিত। পাশাপাশি তাদের ডিসিপ্লিনারি অ্যাকশনও কঠিন। মারিয়া জেনাইট অলিভেরো নামে এক মহিলা অ্যামাজনের গোডাউনে কাজ করতেন। তিনি সম্প্রতি ঘনঘন বাথরুমে যেতেন। এই কারণে তাঁকে কাজ থেকে সরিয়ে দিয়েছে সংস্থা। ঐ মহিলা জানিয়েছেন, তিনি বিরক্তিকর বাওল সিন্ড্রোমে ভুগছিলেন। শেষ পর্যন্ত মহিলাটি তার শারীরিক অবস্থাকে 'অক্ষমতা এবং বৈষম্যের' কারণ দেখিয়ে জন্য অ্যামাজনের বিরুদ্ধে মামলা করেছেন এবং অন্যায়ভাবে বরখাস্তের জন্য ৭৫,০০০ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন।