Pushpa 2 Screening | অল্লু অর্জুনকে দেখতে গিয়ে মৃত্যু মায়ের! ‘পুষ্পা টু’র স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে গুরুতরভাবে জখম ছেলে
‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ার শোয়ে ভিড়ের চাপে মৃত্যু মহিলার! গুরুতরভাবে জখম তাঁর ছেলে।
‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ার শোয়ে ভিড়ের চাপে মৃত্যু মহিলার! গুরুতরভাবে জখম তাঁর ছেলে। বুধবার রাতে হায়দরাবাদে ‘পুষ্পা টু: দ্য রুলে’র প্রিমিয়ার শো ছিল। সেই সময় সিনেমা হলে উপস্থিত থাকার কথা ছিল অল্লু অর্জুনের। পছন্দের নায়ককে দেখতে সিনেমা হলের বাইরে ভিড় করেন অসংখ্য ভক্ত। তবে অভিযোগ, সেই ভিড় সামলাতে কোনও ব্যবস্থা ছিল না। ফলে ভিড়ের চাপে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান ওই মহিলা ও ছেলে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মহিলার মৃত্যু হয়। গুরুতরভাবে জখম হয়ে তাঁর ছেলে ভর্তি হাসপাতালে।