Durgapur | দুর্গাপুরে ঘুরে বেড়াচ্ছে নেকড়ে! বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো ছবি!
Friday, August 1 2025, 7:28 am
Key Highlightsসম্প্রতি বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বেশ কয়েকটি নেকেড়ের ছবি।
দুর্গাপুরে ঘুরে বেড়াচ্ছে নেকড়ে! সম্প্রতি বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বেশ কয়েকটি নেকেড়ের ছবি। সেই সব ছবি খতিয়ে দেখার পর বনদপ্তরের আধিকারিকরা নিশ্চিত যে, দুর্গাপুরের শহর লাগোয়া জঙ্গলে নেকড়ের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই ওই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সতর্কবার্তা প্রচার শুরু করেছে বনদপ্তর। পাশাপাশি নেকড়েদের কেউ যাতে আক্রমণ না করেন সেই নিয়েও বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের কাঁকসার রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গড় জঙ্গলে চোরাশিকারিদের উৎপাত নেই।’
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দুর্গাপুর
- বনদপ্তর

