BCCI | বিদেশ সফরের পুরোটা সময় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না স্ত্রী'রা! বিরাট-রোহিতদের 'শাস্তি' দেবে BCCI?
নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় ক্রিকেট দলের হারের জন্যই কি 'শাস্তি' পেতে চলেছেন বিরাট, রোহিতরা?
নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় ক্রিকেট দলের হারের জন্যই কি 'শাস্তি' পেতে চলেছেন বিরাট, রোহিতরা? খেলোয়াড়দের জন্য কঠোর নিয়ম তৈরি করতে চলেছে BCCI। সেই নিয়ম অনুযায়ী, বিদেশ সফরের পুরোটা সময় খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী সহ পরিবারের সদস্যরা থাকতে পারবেন না। কতদিনের সফর হবে, সেটার ভিত্তিতে নির্ধারণ করা হবে যে স্ত্রী সহ পরিবারের সদস্যরা কতদিন একসঙ্গে থাকতে পারবেন। এর পাশাপাশি খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে একসঙ্গে টিমবাসে যাতায়াত করার ক্ষেত্রেও নিয়ম আনা হতে পারে।