Sunita Williams | কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাবে স্টারলাইনার ক্যাপস্যুলের ব্যাটারি! সুনীতাদের পৃথিবীতে ফেরা নিয়ে বাড়ছে উদ্বেগ
Friday, August 2 2024, 1:04 pm
Key Highlights৫৫ দিন পেরিয়ে গেলেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এখনও আটকে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়াম ও বুচ উইলমোর।
৫৫ দিন পেরিয়ে গেলেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এখনও আটকে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়াম ও বুচ উইলমোর। তাঁরা ঠিক কবে ফিরবেন সে নিয়ে নানান প্রশ্ন-সমালোচনার মুখে পড়ছে নাসা। তৈরী হয়েছে উদ্বেগও। কারণ স্টারলাইনার ক্যাপস্যুলে সর্বাধিক ৯০ দিন পর্যন্ত মহাকাশচারীরা স্পেস স্টেশনে থাকতে পারেন বলে জানিয়েছিল নাসা। তারপর শেষ হয়ে যায় ব্যাটারি। ফলে হিসাব মতো সুনীতাদের ফিরিয়ে আনতে নাসার হাতে সময় ক্রমশই ফুরিয়ে আসছে। তবে এখনও তাদের ফিরিয়ে আনার তারিখ ঘোষণা করতে প্রস্তুত নয় নাসা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাকাশ
- মহাকাশযান
- মহাকাশচারী
- নাসা

