আবহাওয়াবর্ষবরণের রাতে শহরে জমিয়ে শীত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শহর ঢেকেছে কুয়াশার চাদরে। কোথায় কোথায় শৈত্যপ্রবাহ? বর্ষবরণের রাতের আগে থেকেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি বাংলার বিভিন্ন রাজ্যে। কলকাতাতেও শীতের আমেজ জমজমাট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, রাজ্যের এই ৬ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় শুক্রবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।