আবহাওয়া

Winter Update | চলতি বছর ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দেশে, ঠান্ডাও কি পড়বে জাকিয়ে? অক্টোবরের শেষ থেকেই কমবে তাপমাত্রা

Winter Update | চলতি বছর ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দেশে, ঠান্ডাও কি পড়বে জাকিয়ে? অক্টোবরের শেষ থেকেই কমবে তাপমাত্রা
Key Highlights

মৌসম ভবন জানাচ্ছে, এবছর দেশে স্বাভাবিকের চেয়ে ৮ শতাংশ বেশি বৃষ্টিপাত বেশি হয়েছে। এবার শীতও জাঁকিয়ে পড়তে পারে বলেই অনুমান।

চলতি বছর পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে, এবছর দেশে স্বাভাবিকের চেয়ে ৮ শতাংশ বেশি বৃষ্টিপাত বেশি হয়েছে। এবার শীতও জাঁকিয়ে পড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। উত্তর ভারতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে বছর শেষে। অক্টোবরের শেষ, নভেম্বরের শুরুতে হাওয়া বদলের টের পাওয়া যাবে। অক্টোবর নভেম্বরে 'লা নিনা' পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৭১ শতাংশ। যার জেরে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নামতে শুরু করবে।