তাক লাগানো ফিচার্স নিয়ে লঞ্চ হল উইন্ডোজ ১১, করা যাবে ফ্রীতে আপগ্রেড!

Friday, June 25 2021, 6:10 am
তাক লাগানো ফিচার্স নিয়ে লঞ্চ হল উইন্ডোজ ১১, করা যাবে ফ্রীতে আপগ্রেড!
highlightKey Highlights

বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক কোম্পানি মাইক্রোসফ্ট পার্সোনাল কম্পিউটার ইউজারদের জন্য ২৪শে জুন, ২০২১ তারিখে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বড়সড় পরিবর্তন এনেছে। Windows 11-এর ডিজাইনে বড়সড় পরিবর্তন এসেছে। একদিকে যেমন উইজেটসও রয়েছে, আর একদিকে ঠিক তেমনই MacOS-এর মতো নীচের দিকে ডার্ক বার দেওয়া হয়েছে। যারা বর্তমানে উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তারা বিনামূল্যে উইন্ডোজ ১১-তে আপগ্রেড করতে পারবেন। তবে মাইক্রোসফ্টের তরফে জানানো হয়েছে, চলতি বছরের বড়দিনের ছুটিতেই সমস্ত ডিভাইসের জন্য উইন্ডোজ ১১ রোলআউট করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File