তাক লাগানো ফিচার্স নিয়ে লঞ্চ হল উইন্ডোজ ১১, করা যাবে ফ্রীতে আপগ্রেড!
Friday, June 25 2021, 6:10 am
Key Highlights
বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক কোম্পানি মাইক্রোসফ্ট পার্সোনাল কম্পিউটার ইউজারদের জন্য ২৪শে জুন, ২০২১ তারিখে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বড়সড় পরিবর্তন এনেছে। Windows 11-এর ডিজাইনে বড়সড় পরিবর্তন এসেছে। একদিকে যেমন উইজেটসও রয়েছে, আর একদিকে ঠিক তেমনই MacOS-এর মতো নীচের দিকে ডার্ক বার দেওয়া হয়েছে। যারা বর্তমানে উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তারা বিনামূল্যে উইন্ডোজ ১১-তে আপগ্রেড করতে পারবেন। তবে মাইক্রোসফ্টের তরফে জানানো হয়েছে, চলতি বছরের বড়দিনের ছুটিতেই সমস্ত ডিভাইসের জন্য উইন্ডোজ ১১ রোলআউট করা হবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- উইন্ডোজ
- মাইক্রোসফট