India vs Maldives | সুনীলের সঙ্গে ফিরলো জয়! ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে জয়ের স্বাদ পেলো ভারত!
Wednesday, March 19 2025, 4:08 pm

অবসর ভেঙে বুধবার ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে মাঠে নামলেন সুনীল।
অবসর ভেঙে বুধবার ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে মাঠে নামলেন সুনীল। আর সেই সঙ্গে জয় ফিরলো ভারতের। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে বুধবারের ম্যাচ খেলতে নেমেছিলেন লিস্টন কোলাসোরা। সেই ম্যাচে জয় পেল ভারত। জল্পনা ছিল, পুরো ম্যাচে হয়তো খেলবেন না সুনীল। কিন্তু ৮৩ মিনিট পর্যন্ত মাঠেই থাকলেন তিনি। দুরন্ত হেডে গোল করে ভারতীয় ফুটবল প্রেমীদের মন ভরিয়ে দিলেন ছেত্রী। সেই সঙ্গে জাতীয় দলের জার্সিতে এদিন ৯৫তম গোলটি করলেন সুনীল।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- সুনীল ছেত্রী
- ফিফা