AR Rahman Saira Banu | বিবাহ বিচ্ছেদের পর এ আর রহমানের সম্পত্তির ভাগ পাবেন স্ত্রী সায়রা বানু? জানালেন আইনজীবী বন্দনা শাহ
Tuesday, November 26 2024, 2:01 pm
Key Highlightsদীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সংগীতশিল্পী এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু।
দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সংগীতশিল্পী এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। তাদের বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে চলছে হাজারও জল্পনা। এদিকে অনেকেরই প্রশ্ন, রহমানের বিপুল সম্পত্তির কি ভাগ পাবেন প্রাক্তন স্ত্রী? এই বিষয়ে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ বলেন, 'আদালতে এ আর রহমান তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। সায়রা বানু যা দাবি করবেন, সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবেন। যদিও এখনও অবধি কোনও খোরপোশ চাননি সেরা বানু।'
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- সেলিব্রিটি
- ভাইরাল

