ভারতে খুব শীঘ্রই মিশ্র কোভিড টিকার গবেষণা শুরু হবে, জানাল স্বাস্থ্যমন্ত্রক
Tuesday, June 1 2021, 4:05 am
Key Highlightsঅক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা সংস্থার কোভিশিল্ড এবং ফাইজার-বায়োএনটেকের প্রতিষেধক কোভ্যাকসিন; এই দুটি কোভিড প্রতিষেধকের ডোজ মিশ্রিতভাবে মানব শরীরে প্রয়োগ করা হবে। স্পেনীয় গবেষকরা দু’টি ভিন্ন সংস্থার প্রতিষেধকের একটি করে ডোজ় প্রয়োগ করে কোভিড মোকাবিলার অন্যতম পন্থার খোঁজ পেয়েছেন। তাই ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, ভারতীয় বিজ্ঞানীরা দুটি গবেষণা করতে চাইছেন। একটি হল কোভিশিল্ড টিকার একটি মাত্র ডোজ় প্রয়োগ করে করোনা-প্রতিরোধ অর্জন সম্ভব কি না। পাশাপাশি অন্য আর একটি গবেষণায় দেখা হবে, দু’টি ভিন্ন প্রতিষেধকের ব্যবহার সংক্রমণের বিরুদ্ধে ইতিবাচক প্রভাব ফেলে কি না। স্বাস্থ্য কর্তাদের মতে, দেশে এই প্রয়োগ সফল হলে প্রতিষেধকের চাহিদা অনেকটাই কমবে।
- Related topics -
- দেশ
- করোনা টিকা
- কোভ্যাকসিন
- কোভিশিল্ড
- কোভিড ১৯

