Operation Sindoor 2.0 | এবার হবে ‘অপারেশন সিঁদুর ২.০’? সীমান্তপারে এখনও রয়েছে ১২টি জঙ্গিশিবির!
Thursday, May 8 2025, 10:42 am

গোটা অভিযান নিয়ে বিবৃতি দেওয়ার সময় সেনাবাহিনীর ২ মহিলা আধিকারিক জানান, সীমান্তপারে ২১টি জঙ্গিশিবির চিহ্নিত করেছে ভারত। অর্থাৎ এখনও বাকি ১২টি জঙ্গিশিবির।
বুধবার রাতে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে ৯টা জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু গোটা অভিযান নিয়ে বিবৃতি দেওয়ার সময় সেনাবাহিনীর ২ মহিলা আধিকারিক জানান, সীমান্তপারে ২১টি জঙ্গিশিবির চিহ্নিত করেছে ভারত। অর্থাৎ এখনও বাকি ১২টি জঙ্গিশিবির। তাহলে কি এবার হবে ‘অপারেশন সিঁদুর ২.০’? এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জানিয়েছেন 'অপারেশন সিঁদুর' এখনও শেষ হয়নি'। ফলে ভারত ফের পাকিস্তান ও PoJKতে অভিযান চালাতে পারে আশঙ্কায় কুঁকড়ে রয়েছে পাকিস্তান।
- Related topics -
- দেশ
- ভারত
- অপারেশন সিঁদুর
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- পাকিস্তান