Kailash Mansarovar Yatra | ৪ বছর পর ফের শুরু হবে কৈলাস মানস সরোবর যাত্রা? ভারত-চিনের বৈঠকে মিলছে আশার ইঙ্গিত
বুধবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল
সীমান্তরেখায় টহলদারি নিয়ে বিবাদ মিটিয়েছে ভারত ও চিন। এই আবহে কৈলাস মানস সরোবর যাত্রা নিয়েও কাটতে পারে জট! বুধবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, দুজনের বৈঠকের পরেই সীমান্তে জট কাটতে চলেছে। ফলে ফের স্বাভাবিক হতে পারে কৈলাস মানস সরোবর যাত্রা। উল্লেখ্য, ২০২০ সালে কোভিড অতিমারীর কারণে এই যাত্রা বন্ধ হয়ে যায়। পাশাপাশি গালওয়ান সংঘাতের জেরে ব্যাপক অবনতি ঘটে ভারত চিন সম্পর্কে। দুই কারণেই ২০২৩ সাল পর্যন্ত বন্ধ থাকে এই যাত্রা।