খেলাধুলা

Champions Trophy | ৫০ ওভারের ফরম্যাটের বদলে টি২০ ফরম্যাটে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? আরও বাড়লো বিতর্ক

Champions Trophy | ৫০ ওভারের ফরম্যাটের বদলে টি২০ ফরম্যাটে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? আরও বাড়লো বিতর্ক
Key Highlights

ভারত পাকিস্তানের নিজেদের মধ্যে ঝামেলার জন্য ICCর চ্যাম্পিয়ন্স ট্রফিই কার্যত ফরম্যাট পরিবর্তন করতে বাধ্য হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটার বদলে ক্রমশই বেড়ে চলেছে জটিলতা। এবার জানা গেলো, ভারত পাকিস্তানের নিজেদের মধ্যে ঝামেলার জন্য ICCর চ্যাম্পিয়ন্স ট্রফিই কার্যত ফরম্যাট পরিবর্তন করতে বাধ্য হতে পারে। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ফরম্যাটের বদলে খেলা হতে পারে টি২০ ফরম্যাটে! জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যদি এরকমই থাকে, তাহলে ICCর সঙ্গে জড়িত এই প্রতিযোগিতার স্টেক হোল্ডাররা চ্যাম্পিয়ন্স ট্রফিকে ৫০ ওভারের ফরম্যাট থেকে টি২০ ফরম্যাটে পরিবর্তন করতে বলতে পারে।