রাজনৈতিক

Delhi Election Exit Poll | বিজেপির দখলে যাবে রাজধানী দিল্লি? কী ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা?

Delhi Election Exit Poll | বিজেপির দখলে যাবে রাজধানী দিল্লি? কী ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা?
Key Highlights

পি মার্ক বলছে, বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৯ টি আসন। আপ পেতে পারে ২১ থেকে ৩১টি আসন।

কার দখলে যাবে রাজধানী দিল্লি? ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দিল্লি বিধানসভা ভোটের ভোট গ্রহণ। ভোটের ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি। তবে তার আগে সকলের নজরে বুথ ফেরত সমীক্ষায়। পি মার্ক বলছে, বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৯ টি আসন। আপ পেতে পারে ২১ থেকে ৩১টি আসন। কংগ্রেস ০ থেকে ১ টি আসন পেতে পারে। অন্যদিকে, চাণক্যস স্ট্র্যাটেজি বলছে, আপ ২৫ থেকে ২৮, বিজেপি ৩৯ থেকে ৪৪, কংগ্রেস ২ থেকে ৩ আসন পেতে পারে। পিপলস ইনসাইটের সমীক্ষা বলছে,বিজেপি ৪০ থেকে ৪৪ টি আসন, আপ ২৫ থেকে ২৯টি, কংগ্রেস ০ থেকে ১ আসন পেতে পারে।