দেশ

Jet Airways | 'বিলুপ্ত' হয়ে যাবে Jet Airways? সংস্থা ভেঙে সব সম্পত্তি নিলামের নির্দেশ দিল শীর্ষ আদালত

Jet Airways | 'বিলুপ্ত' হয়ে যাবে Jet Airways? সংস্থা ভেঙে সব সম্পত্তি নিলামের নির্দেশ দিল শীর্ষ আদালত
Key Highlights

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বেসরকারি বিমানসংস্থাকে বাঁচানোর যে শেষ চেষ্টা করা হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে।

দেনার দায়ে 'বিলুপ্ত' হতে চলেছে জেট এয়ারওয়েজ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বেসরকারি বিমানসংস্থাকে বাঁচানোর যে শেষ চেষ্টা করা হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে। ফলে সংস্থাটিকে ভেঙে দিয়ে সব সম্পত্তি নিলামের নির্দেশ দিয়ে দিল শীর্ষ আদালত। যাবতীয় সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারী এবং কর্মীদের ঋণ মেটাতে হবে। উল্লেখ্য, প্রায় ২৫ বছর পর ২০১৯ সালের এপ্রিল মাস থেকেই বন্ধ হয়ে যায় জেট এয়ারওয়েজের উড়ান। ৫৩৮ কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেফতার করা হয় কর্ণধার নরেশ গোয়েলকে।