Imran Khan | ২ বছর পরে অবশেষে জেল থেকে মুক্তি ইমরান খানের? বড় দাবি ইমরানের দলের এক শীর্ষ নেতার!
Tuesday, June 10 2025, 6:59 am
Key HighlightsPTI নেতা গোহার আলি খান বলেন, আগামী ১১ জুন ইসলামাবাদ হাইকোর্টে তোষাখানা মামলার শুনানি রয়েছে। সেদিনই ইমরানের জামিন মঞ্জুর হতে পারে।
২ বছর পরে অবশেষে জেল থেকে মুক্তি পাচ্ছেন ইমরান খান? এমনটাই দাবি ইমরানের দলের এক শীর্ষ নেতার। PTI নেতা গোহার আলি খান বলেন, আগামী ১১ জুন ইসলামাবাদ হাইকোর্টে তোষাখানা মামলার শুনানি রয়েছে। সেদিনই ইমরানের জামিন মঞ্জুর হতে পারে। কেবল জামিনই নয়, ওইদিন ইমরান জেল থেকেও মুক্তি পেতে পারেন বলে দাবি করেছেন ইমরানের দলের নেতা। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরে ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার পর প্রবল চাপে পড়েন পাক ফিল্ড মার্শাল আসিম মুনির। এদিকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করেন ইমরানের দলের কর্মী সমর্থকরাও।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ইমরান খান

