আন্তর্জাতিকআইএস খোরাসানকে হুমকি দিল পেন্টাগন, প্রয়োজনে আবার ড্রোন হামলা হতে পারে
পেন্টাগন মঙ্গলবার একটি বিবৃতিতে জানিয়েছে যে, মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে দিলেও সেখানকার পরিস্থিতির উপর সম্পূর্ণ নজর রাখছে আমেরিকা। আফগানিস্তানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির দিকেও এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। এবিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একপ্রকার হুমকির সুরে জানিয়েছেন, "তোমাদের হিসেব এখনও বাকি আছে। যারা আমেরিকার ক্ষতি করবে বা করার চেষ্টা করবে তাদের খুঁজে বের করব। অপরাধের দাম দিতেই হবে।’’ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ইসলামিক স্টেট খোরাসান-সহ অন্য যে সব জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, তাদের ঠেকাতে প্রয়োজন হলেই ড্রোন হামলা চালাবে আমেরিকা, জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি।