আর কোনো অবকাশ নয়, 'সব আমেরিকানের প্রেসিডেন্ট হব' ঘোষণা বাইডেনের

Tuesday, December 15 2020, 12:00 pm
আর কোনো অবকাশ নয়,  'সব আমেরিকানের প্রেসিডেন্ট হব' ঘোষণা বাইডেনের
highlightKey Highlights

গোটা বিশ্বজুড়ে যখন করোনার কারনে মহামারী চলছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নিয়ে ছিল রীতিমতো টানটান উত্তেজনা। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোট। সেখানে বাইডেন দখল করেন ৩০৬ টি ইলেক্টোরাল ভোট এবং ট্রাম্পের ঝুলিতে হয় ২৩২টি। শুধুমাত্র অপেক্ষায় ছিল আনুষ্ঠানিক ঘোষণা, তবে তা মানতে নারাজ ছিলেন ট্রাম্প। কিন্তু আজ সমস্ত প্রশ্নের অবকাশ ঘটিয়ে অবশেষে ইলেক্টোরাল কলেজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করল। এরপরই বাইডেন বললেন, 'আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব।' তাঁর মতে, 'পাতা ওলটানোর সময় এসেছে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File