ফুসফুস প্রতিস্থাপন করতে চেন্নাইয়ের পথে স্ত্রীকে নিয়ে মুকুল রায়
Wednesday, June 16 2021, 9:01 am
Key Highlightsকিছুদিন আগেই কোভিড আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুকুল রায়ের স্ত্রী জয়া কৃষ্ণা রায়। এমনকি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কোভিডমুক্ত হলেও তাঁর ফুসফুস বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁকে একমো সাপোর্টে রেখেও কোনো লাভ হয়নি। তাই তার ফুসফুস প্রতিস্থাপন করতে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত গ্রিন করিডোরে করে নিয়ে যাওয়া হয়েছে মুকুল রায়ের স্ত্রীকে।