Karnataka Murder | মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে কুপিয়ে খুন! কর্নাটক পুলিশের প্রাক্তন প্রধানের রহস্যমৃত্যুর নেপথ্যে রয়েছেন স্ত্রীই!
Monday, April 21 2025, 10:24 am

পল্লবী তার স্বামীর মুখে লঙ্কার গুঁড়ো ছোড়েন বলে অভিযোগ। এরপর ওম প্রকাশকে বেঁধে কুপিয়ে খুন করেন তার স্ত্রী।
কর্নাটক পুলিশের প্রাক্তন প্রধানের রহস্যমৃত্যু নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওম প্রকাশের সঙ্গে সম্পত্তি নিয়ে তার স্ত্রী পল্লবীর ঝগড়া হচ্ছিল। সেই সময়ে পল্লবী তার স্বামীর মুখে লঙ্কার গুঁড়ো ছোড়েন বলে অভিযোগ। এরপর ওম প্রকাশকে বেঁধে কুপিয়ে খুন করেন তার স্ত্রী। জানা গিয়েছে, খুনের পর অন্য এক পুলিশ আধিকারিকের স্ত্রীকে ফোন করে গোটা ঘটনাটি বলে ফেলেন অভিযুক্ত পল্লবী। এমনকি ভিডিও কল করে পল্লবী বলেন ‘রাক্ষসটাকে আমি মেরে ফেলেছি।’ তারপরেই ওই মহিলা দ্রুত পুলিশকে জানান।