Uttar Pradesh | মার্চেন্ট নেভি স্বামীকে খুন করে দেহ ১৫ খন্ড করলো স্ত্রী ও স্ত্রীর প্রেমিক! দেহখন্ড ড্রামে রেখে সিল করা হলো সিমেন্ট দিয়ে!

সম্প্রতি দেশে ফিরে এলে সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মুসকান। এরপর ছুরি দিয়ে খুন করা হয় এবং দেহ ১৫টি খন্ড করে একটি ড্রামে রেখে ভেজা সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়।
স্বামীকে খুন করে দেহ খণ্ড করলো স্ত্রী! এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে। প্রেম করে মার্চেন্ট নেভির কর্মী সৌরভ রস্তোগি বিয়ে করেন মুসকানকে। তাদের ৫ বছরের এক সন্তানও রয়েছে। কিন্তু সন্তান হওয়ার পরই সৌরভ জানতে পারে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সাহিল নামে এক যুবকের। এরপর দেশ ছেড়ে কাজের সূত্রে অন্যত্র চলে যান সৌরভ। সম্প্রতি দেশে ফিরে এলে সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মুসকান। এরপর ছুরি দিয়ে খুন করা হয় এবং দেহ ১৫টি খন্ড করে একটি ড্রামে রেখে ভেজা সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- ক্রাইম
- খুন