বাণিজ্য

Ratan Tata | ছিলেন দেশের অন্যতম শিল্পপতি, নামডাক ছিল গোটা বিশ্বে! তবুও বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় কেন ছিলেন না রতন টাটা?

Ratan Tata | ছিলেন দেশের অন্যতম শিল্পপতি, নামডাক ছিল গোটা বিশ্বে! তবুও বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় কেন ছিলেন না রতন টাটা?
Key Highlights

টাটা গ্রুপের সম্পত্তির একটা বড় অংশ শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণের মতো নানা খাতে খরচের জন্য অনুদান হিসাবে টাটা ট্রাস্টে জমা পড়ে।

২০২৪ সালে ভারত হারিয়েছে বহু মহীয়সীদের। যার মধ্যে অন্যতম রতন টাটা। আজ সেই শিল্পপতির জন্মদিন। বিশ্বজুড়ে খ্যাতি ছিল তাঁর। তবে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় নাম ছিল না রতন টাটার। টাটা গোষ্ঠীর নেট বাজারমূল্য ১০ হাজার কোটি ডলারের বেশি হলেও রতন টাটার সম্পত্তির পরিমাণ ছিল ৭ হাজার ৯০০ কোটি টাকা। কারণ তিনি আজীবন দান ধ্যানের মন্ত্র অনুসরণ করে চলতেন। ফলে টাটা গ্রুপের সম্পত্তির একটা বড় অংশ শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণের মতো নানা খাতে খরচের জন্য অনুদান হিসাবে টাটা ট্রাস্টে জমা পড়ে।