Kolkata Metro | কেন নির্মাণের ১৫ বছরের মধ্যে ফাটল কবি সুভাষ মেট্রো স্টেশনে?
Tuesday, July 29 2025, 1:04 pm

নির্মাণের ১৫ বছরের মধ্যে ফাটল ধরেছে কলকাতা মেট্রোর কবি সুভাষ বা নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ৪টি পিলারে
নির্মাণের ১৫ বছরের মধ্যে ফাটল ধরেছে কলকাতা মেট্রোর কবি সুভাষ বা নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ৪টি পিলারে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ওই স্টেশনের পরিষেবা। অথচ কলকাতার অন্যান্য মাটির নিচের মেট্রো স্টেশনগুলিতে এমন সমস্যা দেখা যায়নি। মেট্রো কর্তৃপক্ষর দাবি, অতিরিক্ত বৃষ্টির কারণে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে সমস্যা হচ্ছিলো। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পুজোর পর কাজে হাত দেওয়া হবে। কিন্তু তার আগেই বিপত্তি। এদিকে বিশেষজ্ঞদের মতে, স্টেশনের এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল হতে পারে।