Champions Trophy | চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন PCBর পক্ষ থেকে অনুপস্থিতি? ICCর জবাব নাপসন্দ PCBর!
Tuesday, March 11 2025, 11:31 am

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে PCBর পক্ষ থেকে কারুর উপস্থিতি না থাকার ঘটনা নিয়ে ক্রমশ বাড়ছে জটলা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে PCBর পক্ষ থেকে কারুর উপস্থিতি না থাকার ঘটনা নিয়ে ক্রমশ বাড়ছে জটলা। এই ঘটনায় PCBর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার, ওয়াসিম আক্রম, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারাও। এই প্রসঙ্গে ICC জানায়, ‘মহসিন নকভি দুবাইতে ফাইনালে উপস্থিত ছিলেন না। ICC একমাত্র আয়োজক বোর্ডের প্রধানদেরই মঞ্চে ডাকতে পারে। বোর্ডের অন্য কোনও সদস্য মাঠে উপস্থিত থাকলেও, মঞ্চে ডাকার কথা নয় তাঁদের।’ তবে ICCর এই জবাবে খুশি নয় PCB।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- পাকিস্তান
- আইসিসি
- চ্যাম্পিয়ন্স ট্রফি