Saudi Arabia | ৯৫ শতাংশ এলাকা বালির মরুভূমি হওয়া সত্ত্বেও কেন অন্য দেশ থেকে বালি আমদানি করে সৌদি আরব?

Tuesday, August 5 2025, 2:57 pm
highlightKey Highlights

সৌদি আরবের ৯৫ শতাংশ এলাকাই বালির মরুভূমি। কিন্তু তা সত্ত্বেও সেই দেশকে বাইরের দেশ থেকে বালি আমদানি করতে হয়।


সৌদি আরবের ৯৫ শতাংশ এলাকাই বালির মরুভূমি। কিন্তু তা সত্ত্বেও সেই দেশকে বাইরের দেশ থেকে বালি আমদানি করতে হয়। কিন্তু কেন জানান? আসলে, মরুভূমির বালি বহুবছর ধরে বাতাসের ক্ষয়ের ফলে গোলাকার ও মসৃণ আকৃতি পেয়েছে। আর এই ধরণের বালি দিয়ে কংক্রিটের কিছু তৈরি করা খুবই সমস্যার। সেক্ষেত্রে প্রয়োজন রুক্ষ ও কৌণিক বালির দানার। এই ধরণের বালি মরুভূমিতে পাওয়া যায় না। এই বালি পাওয়া যায় নদীগর্ভে, হ্রদে ও সমুদ্রে। তাই নির্মাণকাজের জন্য মূলত অস্ট্রেলিয়া, চিন ও বেলজিয়াম থেকে বালি নিয়ে আসে সৌদি আরব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File