Jagannath Temple | জগন্নাথ মন্দিরের পুজো-রীতিনীতি নিয়ে কেন ‘কপিরাইট’? জানালেন পুরীর সাম্মানিক রাজা!
Tuesday, July 15 2025, 5:27 am

জগন্নাথ মন্দিরের আচার অনুষ্ঠান, রীতিনীতির ‘কপিরাইট’ নিতে চায় ওড়িশা সরকার।
দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হতেই শুরু হয়েছে নানান বিতর্ক, রাজনীতি। প্রথম থেকেই সরব পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ। এবার জগন্নাথ মন্দিরের আচার অনুষ্ঠান, রীতিনীতির ‘কপিরাইট’ নিতে চায় ওড়িশা সরকার। গোটা বিষয়টাই এখনও আলোচনা পর্বে থাকলেও তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তবে পুরীর সাম্মানিক রাজা তথা জগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্যসিংহ দেবের কথায়, মূলত পুরীর পুজো রীতিনীতি, আচার অনুষ্ঠানকে নিরাপদ ও বেহাত হওয়া থেকে রক্ষা করতেই নাকি এই সিদ্ধান্তের পথে হাঁটছে মন্দির কমিটি।
- Related topics -
- দেশ
- ভারত
- জগন্নাথ মন্দির
- মন্দির