Vijay Malya | কেন রাজ সোমানির পডকাস্টেই আসেন পলাতক ব্যবসায়ী বিজয় মাল্য? কীভাবে হলেন রাজি?
Monday, August 4 2025, 4:54 pm

নেটফ্লিক্স এর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হিসেবে এসে রাজ সোমানি নিজেই বলেন, ‘লন্ডনের একটি জায়গায় বিজয় মাল্য এবং আমি আমন্ত্রিত ছিলাম…’
কেন রাজ সোমানির পডকাস্টেই আসেন পলাতক ব্যবসায়ী বিজয় মাল্য? নেটফ্লিক্স এর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হিসেবে এসে রাজ সোমানি নিজেই বলেন, ‘লন্ডনের একটি জায়গায় বিজয় মাল্য এবং আমি আমন্ত্রিত ছিলাম। সেই সময়েই তাঁকে দেখতে পেয়ে জিজ্ঞেস করি স্যর, আপনি জানেন আমি কে? তিনি উত্তর দিয়েছিলেন, না। তাঁকে জিজ্ঞাসা করি, আপনি জানেন পডকাস্ট কী? তারও জবাব আসে 'না'। এর পরে আমি তাঁকে আমার বিষয়ে এবং পডকাস্ট কী জানাই। তখনই জিজ্ঞাসা করেছিলাম, তিনি পডকাস্ট করার জন্য আগ্রহী কি না, তখন তিনি রাজি হন।’