Wholesale Inflation । সবজি, খাবার এবং পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় পর পর দ্বিতীয় মাসে কমল পাইকারি মূল্যবদ্ধির হার

Tuesday, September 17 2024, 9:41 am
highlightKey Highlights

ফের পাইকারি মূল্যবদ্ধির হার কমল। এই নিয়ে পর পর দ্বিতীয় মাসে পাইকারি মূল্যবদ্ধির হার কমল।


ফের পাইকারি মূল্যবদ্ধির হার কমল। এই নিয়ে পর পর দ্বিতীয় মাসে পাইকারি মূল্যবদ্ধির হার কমল। তথ্য অনুযায়ী, পাইকারি মূল্যবৃদ্ধি কমল ১.৩১ শতাংশ। কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে,আগস্টে মূল্যস্ফীতির ইতিবাচক হারের কারণ প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য পণ্য, অন্যান্য উৎপাদন, বস্ত্র উৎপাদন এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম তৈরি ইত্যাদির দামের নিয়ন্ত্রিত বৃদ্ধি।খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি আগস্টে ছিল ৩.১১ শতাংশ, জুলাইয়ে ছিল ৩.৪৫ শতাংশ। খুচরো বাজারে সবজির দাম কিছুটা বাড়ায় জুলাই মাসের ৩.৬০ শতাংশের তুলনায় আগস্ট তা হয়েছে ৩.৬৫ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File