Pahalgam Terror Attack | ভূস্বর্গ ভয়ঙ্কর! কাশ্মীর হামলার নেপথ্যে কারা?

Wednesday, April 23 2025, 2:31 am
highlightKey Highlights

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেসিডেন্ট ফ্রন্ট' অর্থাৎ টিআরএফ।


জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেসিডেন্ট ফ্রন্ট' অর্থাৎ টিআরএফ। এই টিআরএফ অতীতেও নানা সন্ত্রাসবাদী হামলার সাথে যুক্ত ছিল। ২০১৯এ জম্মু কাশ্মীরে ৩৭০ধারা প্রত্যাহারের প্রতিবাদে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তইবা এবং ইন্ডিয়ান মুজাহিদিন এর যৌথ উদ্যোগে এই টিআরএফ গঠন হয়। এরা পাকিস্তানী গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট। এদের কাজের নির্দেশ দেয় পাক কমান্ডাররা। সূত্রের খবর, পহেলগাঁওতে হামলার পিছনে ৫ থেকে ১০ জন জঙ্গি যুক্ত আছে। হামলার পর তারা স্বদেশে পালিয়েছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File