Share Market | আইপিএলের সময় কোন কোন সংস্থার শেয়ার বাড়তে চলেছে? জেনে নিলে লাভবান হবেন আপনিই!
Friday, March 21 2025, 9:16 am
Key Highlightsদিন কয়েক পরেই শুরু হবে IPL ২০২৫। এই সময়ে লাভবান হতে চলেছে বেশ কিছু সংস্থা।
দিন কয়েক পরেই শুরু হবে IPL ২০২৫। এই সময়ে লাভবান হতে চলেছে বেশ কিছু সংস্থা। এই সময়ে সেই সংস্থার স্টকগুলিতে বিনিময় করলে হতে পারেন লাভবান। যেমন, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ বিমান সংস্থা ইন্ডিগো। IPL ম্যাচের ভ্যেনুতে যাওয়ার জন্য বিমানের টিকিটের চাহিদা বাড়বে। বাড়বে টাটা গ্রুপের অধীনস্থ ইন্ডিয়ান হোটেলস ও আইটিসি হোটেলসের শতকের দামও। খেলা দেখতে দেখতে বিভিন্ন খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। ফলে চাহিদা বাড়বে ভারতের খাদ্য সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে অন্যতম হল জোম্যাটো ও স্যুইগিরও।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল

