Happiest Country | আগের থেকে কিছুটা 'সুখ' এসেছে দেশে, বিশ্বের সবচেয়ে বেশি সুখী দেশের তালিকায় কোথায় রয়েছে ভারত?
Thursday, March 20 2025, 6:15 pm

গত আট বছর ধরে সবাচেয়ে সুখী দেশ হিসেবে প্রথম স্থান ধরে রাখলো ফিনল্যান্ড।
প্রতি বছর ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে পালন করা হয়। সেই সঙ্গে এ দিনই ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স’ প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় গত আট বছর ধরে সবাচেয়ে সুখী দেশ হিসেবে প্রথম স্থান ধরে রাখলো ফিনল্যান্ড। এরপরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইজরায়েল, লুক্সেমবার্গ, মেক্সিকো। ভারত রয়েছে ১১৮ নম্বরে। ২০২৪ সালে সুখী দেশের তালিকায় ১২৪ নম্বর স্থানে ছিল ভারত। পাকিস্তান রয়েছে ১০৯এ। বাংলাদেশ রয়েছে ১৩৪ নম্বরে। চীন রয়েছে ৬৮ নম্বর স্থানে।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্যান্য
- ভারত
- পাকিস্তান
- বাংলাদেশ
- চীন
- চিন
- ডেনমার্ক
- আইসল্যান্ড
- সুইডেন
- নেদারল্যান্ড
- নরওয়ে
- ইজরায়েল
- মেক্সিকো