Barasat Metro | কবে শুরু হবে বারাসাত পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ? আয়োজিত উচ্চস্তরীয় বৈঠক!
Monday, April 21 2025, 5:35 pm
Key Highlightsসোমবার মেট্রোর সম্প্রসারণ নিয়ে উচ্চস্তরীয় বৈঠক আয়োজিত হয় এয়ারপোর্ট মেট্রো স্টেশনে।
কবে শুরু হবে বারাসাত পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ? সোমবার মেট্রোর সম্প্রসারণ নিয়ে উচ্চস্তরীয় বৈঠক আয়োজিত হয় এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। জানা গিয়েছে, আগামী মাসে বিমানবন্দরের প্রথম পর্যায়ের মেট্রো প্রকল্প শুরু হওয়ার সম্ভবনা তৈরি হলেও, দ্বিতীয় পর্যায়ের প্রকল্প নিয়ে বাধার মুখে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রে খবর, বারাসত মেট্রো প্রকল্প জমি জটের কারণে বারংবার হোঁচট খাচ্ছে। তবে এদিন বৈঠক করে বিজেপির রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, খুব দ্রুত বারাসাত পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হবে।

