অ্যাক্সিওম মিশন ৪

Shubhanshu Shukla | পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!

Shubhanshu Shukla | পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!
Key Highlights

জানা গিয়েছে, শুভাংশুদের ১৪ দিন বাদে অর্থাৎ ১০ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরার কথা রয়েছে।

দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন শুভাংশু শুল্কা। গত বৃহস্পতিবার প্রায় ২৮ ঘণ্টার যাত্রা শেষ করে ভারতীয় সময় চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছেন শুভাংশু শুক্লা সহ Axiom Mission 4 এর টিম, পেগি হুইটসন, স্লাওস উজনানস্কি উইশনিউস্কি এবং টিবর কামুকে। সেখানে ১৪ দিন থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবেন তাঁরা। কিন্তু শুভাংশুরা পৃথিবীতে ফিরবেন কবে? জানা গিয়েছে, শুভাংশুদের ১৪ দিন বাদে অর্থাৎ ১০ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে সে দিনই তাঁরা পৃথিবীতে ফিরবেন।