WB Weather | উত্তুরে হাওয়া বইবে নভেম্বরের মাঝামাঝি সময়তেই! তার আগে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

Thursday, November 7 2024, 1:01 pm
highlightKey Highlights

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ নভেম্বরের পর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে।


বঙ্গে শীত শীতভাবে। কিন্তু নভেম্বর মাসেও পুরোপুরি শীত নেই রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ নভেম্বরের পর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর ২৪ পরগনাতে। সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File