Hockey Asian Champions | এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি নামবে ভারত পাকিস্তান হকি টিম, কখন কোথায় দেখবেন খেলা?
Saturday, September 14 2024, 7:39 am

হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত পাকিস্তান।লিগ ম্যাচটি খেলা হবে আজ ১৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার।
হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত পাকিস্তান। লিগ ম্যাচটি খেলা হবে আজ ১৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে চিনের হুলুনবুইরের মকি হকি ট্রেনিং বেসে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ১৫ মিনিটে। ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস টেন১, সোনি স্পোর্টস টেন১ এইচডি, সোনি স্পোর্টস টেন৩ ও সোনি স্পোর্টস টেন৩ এইচডি চ্যানেলে।
- Related topics -
- খেলাধুলা
- হকি
- ভারতীয় হকি টিম
- ভারতীয় হকি দল
- ভারত
- পাকিস্তান
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।