টেকনোলজি

WhatsApp-এ আসছে নতুন ফিচার, খুব সহজেই Android থেকে iOS-এ চ্যাট ট্রান্সফার করতে পারবেন ব্যবহারকারীরা

WhatsApp-এ আসছে নতুন ফিচার, খুব সহজেই Android থেকে iOS-এ চ্যাট ট্রান্সফার করতে পারবেন ব্যবহারকারীরা
Key Highlights

একাধিক আকর্ষণীয় নতুন ফিচার্সে কাজ করছে WhatsApp। তার মধ্যে বহু দিন ধরেই পাইপলাইনে ছিল চ্যাট ট্রান্সফার করার ফিচার, যার অপেক্ষা বহু দিন ধরেই করে আসছে WhatsApp ইউজারেরা। সূত্রের খবর, Chat Transfer Feature রোলআউট করতে এক্কেবারে উঠেপড়ে লেগেছে WhatsApp। এই ফিচার কাজে আসবে Android এবং iOS দুই ধরনের ইউজারের জন্যই। এর আগে Android ইউজারেরা iOS ডিভাইস কিনলে, তাঁদের WhatsApp Chat Transfer করতে রীতিমতো বেগ পেতে হত। কারণ, চ্যাট ট্রান্সফার করার সরাসরি কোনও উপায় ছিল না। সেই কাজটিই এবার জলের মতো সহজ করতে চলেছে WhatsApp, তার Chat Transfer ফিচারের মধ্যে দিয়ে।