জিও ফোনে আসতে চলেছে নতুন ফিচার, করা যাবে হোয়াটসঅ্যাপ ভয়েস কল, কিন্তু কিভাবে?
Wednesday, June 9 2021, 6:24 am
Key Highlights
সারা বিশ্বে অনেক মোবাইল কোম্পানি তাদের ফোনে KaiOS অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। ভারতে যে ফিচারের অধিকারী জিও সংস্থা। জিও তার মোবাইলে গ্রাহকদের জন্য KaiOS ফিচার রাখায় এবার থেকে হোয়াটসঅ্যাপ VoIP ফিচার উপলব্ধ করা হল। এই নতুন ফিচার উপলব্ধি করতে হলে JioPhone বা KaiOS ইউজারদের ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে হবে। এরফলে সেখান থেকে JioPhone, JioPhone 2 গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ ভয়েস কল করতে পারবেন।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- হোয়াটস্যাপ
- জিও
- ভারত সরকার