নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, একইসঙ্গে অ্যাকসেস করা যাবে চার ডিভাইস থেকে
Friday, June 4 2021, 8:46 am
Key Highlightsশীঘ্রই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ সংস্থার প্রধান উইল ক্যাথকার্ট জানিয়েছেন, কয়েকমাসের মধ্যেই আসতে চলেছে তাদের নতুন ফিচার, এই ফিচারে একইসঙ্গে চারটি ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকসেস করা যাবে। এছাড়াও ডিসাপেয়ারিং মোড আরও মডিফাই করে আনা হচ্ছে। এই অ্যাডভান্স ডিসাপেয়ারিং মোডে থাকবে 'ভিউ ওয়ান্স' ফিচার। যার ফলে কোনও মেসেজ পাঠানোর পর একবার কেউ দেখার পরই সেটি অটোমেটিক ডিসাপিয়ারিং মোডে চলে যাবে।
- Related topics -
- টেকনোলজি
- হোয়াটস্যাপ
- হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ
- নতুন ফিচার

