হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি না মানলে এবার পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিলো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ

Thursday, May 13 2021, 10:27 am
highlightKey Highlights

হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন পলিসি ছিল জনপ্রিয়তার পিছনে সবচেয়ে বড়ো কারণ, অর্থাৎ ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের উপর কোনো নজরদারি চালাতো না কর্তৃপক্ষ। বর্তমানে ফেইসবুক কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পর থেকেই একাধিক বাণিজ্যিক পদ্ধতি আনতে শুরু করেছে হোয়াটসঅ্যাপে। আর এর ফলেই জানুয়ারিতে নতুন প্রাইভেসি পলিসি জারির পর কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিগত কথোপকথনের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতি চালু থাকলেও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক প্রোফাইল লিঙ্ক করা বাধ্যতামূলক বলেও জানায় কর্তৃপক্ষ। তবে যতক্ষণ না পর্যন্ত ব্যাবহারকারীরা পলিসি আপডেটে রাজি হবেন, ততক্ষণ তাঁরা প্ল্যাটফর্মটির একাধিক পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন বলে জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File