টেকনোলজিহোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি-র উপর স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট
হোয়াটসঅ্যাপের নয়া ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতি-র উপর স্থগিতাদেশ জারির আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। সোমবার এ সংক্রান্ত পর্যবেক্ষণ ঘোষণার সময় আবেদনকারীর উদ্দেশে দিল্লি হাইকোর্ট বলেছে, ‘হোয়াটসঅ্যাপ একটি বেসরকারি অ্যাল্পিকেশন। ব্যবহারের বিষয়টি পুরোপুরি ঐচ্ছিক। তাই আপনি ইচ্ছে করলেই হোয়াটসঅ্যাপের বদলে অন্য কোনও মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন’।সেই সঙ্গে দিল্লি হাইকোর্টের মন্তব্য, ‘বেশির ভাগ মোবাইল অ্যাপের শর্তগুলি পড়ে দেখলে, আপনি কীসে সম্মতি দিচ্ছেন তা দেখে অবাক হয়ে যাবেন’। এ প্রসঙ্গে আবেদনকারী আইনজীবীকে বিচারপতি সঞ্জীব সচদেব বলেন, ‘‘এমনকি, গুগল ম্যাপ আপনার সব তথ্য নিয়ে জমা করে রাখে।’’