চ্যাটের সঙ্গে চলবে শপিংও! এবার হোয়াটস্অ্যাপ এ যোগ করা হল শপিং বোতাম।
Friday, November 13 2020, 12:03 pm
Key Highlightsহোয়াটস্অ্যাপে এবার চ্যাটের সঙ্গে কেনাকাটার সুবিধেও পাবেন ব্যবহারকারীরা। সংস্থা এবার হোয়াটস্অ্যাপে শপিং বোতাম যুক্ত করেছে। এই শপিং বোতামের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ব্যবসায়িক অ্যাকাউন্টগুলির ক্যাটালগ দেখতে পারবেন এবং সহজেই জানতে পারবে কোন সংস্থা কোন জিনিসগুলি বিক্রি করছে। যদি ব্যবহারকারী কোনও জিনিস কিনতে চান, তবে তিনি চ্যাট মাধ্যমে তা কিনতে পারবেন। শপিং বোতামের আইকনটি ভয়েস কল বোতামের মাধ্যমে প্রতিস্থাপিত করা হয়েছে। যাঁরা শপিং বোতাম সাইটে ব্যবসা করেন, তাঁরা তাদের পণ্য বাড়ানোর সুবিধা পাবেন এবং তাঁদের পণ্যগুলিও বাড়বে। সংস্থার মতে, কার্টে যুক্ত করুন এবং চেক আউট বোতামগুলিও শিগগিরই অ্যাপটিতে অন্তর্ভুক্ত করা হবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- হোয়াটস্যাপ
- নতুন ফিচার
- শপিং বোতাম

