Oil Supply | হরমুজ় প্রণালী বন্ধ হলে আকাশছোঁয়া হবে তেলের দাম? কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?
Monday, June 23 2025, 5:54 pm
Key Highlightsইরানে আমেরিকার হামলার পর হরমুজ় প্রণালী বন্ধের হুমকি এসেছে। এই প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বেই জ্বালানি তেল সরবরাহে ধাক্কা লাগতে পারে।
ইরানে আমেরিকার হামলার পর হরমুজ় প্রণালী বন্ধের হুমকি এসেছে। এই প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বেই জ্বালানি তেল সরবরাহে ধাক্কা লাগতে পারে। আকাশছোঁয়া হতে পারে তেলের দামও! এই প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং ন্যাচরাল গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ‘ তেলের দাম দীর্ঘদিন ধরেই ব্যারেল প্রতি ৬৫ থেকে ৭০ ডলারের মধ্যে ছিল। এখন তা ৭০ থেকে ৭৫ ডলারে পৌঁছে গিয়েছে। হরমুজ় প্রণালী বন্ধ হলে নেতিবাচক প্রভাব পড়বে।’যদিও কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস, ‘আন্তর্জাতিক বাজারে পর্যাপ্ত তেল মজুত রয়েছে।’
- Related topics -
- দেশ
- ভারত
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অপরিশোধিত তেল

